Thursday, September 25, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollপুজোর অনুদান নিয়েছে বিজেপি নেতার ক্লাব! ‘স্পিকটি নট’ পদ্ম শিবির
BJP Leader Sanjay Singh

পুজোর অনুদান নিয়েছে বিজেপি নেতার ক্লাব! ‘স্পিকটি নট’ পদ্ম শিবির

‘মুখেই মারিতং জগত’ বিজেপির! হাত পেতে অনুদান নিতে দ্বিধাবোধ নেই

ওয়েবডেস্ক- পুজোর অনুদান (Puja Donation) নিয়েছে বিজেপি নেতার (Bjp) পুজো! এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বিপাকে পদ্ম শিবির। বিজেপির নেতা সঞ্জয় সিং (BJP Leader Sanjay Singh) এর ক্লাব  এবার পুজোয় সরকারি অনুদান নিয়েছে।  তবে এই নিয়ে বিজেপি নেতারা ‘স্পিকটি নট’ সকলেই প্রায় মুখে কুলুপ এঁটেছেন। এই চাপানউতোর পরিস্থিতিতে বিজেপি নেতাদের আশ্বাস, খোঁজ খবর নেবেন।

গত বছর এই ক্লাবের পুজো উদ্ধোধন করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) । হাওড়ার বেলিলিয়াস রোডের পুজো করে যুগ্ম ক্লাব কর্মী চক্র। এই ক্লাবের দীর্ঘ দিনের সভাপতি সঞ্জয় সিং।

এক সময়য বিজেপির রাজ্যের  সাধারণ সম্পাদক ছিলেন। এখন সহ সভাপতি । তার স্ত্রী বিজেপির কাউন্সিলার।

জানা গেছে, পুজো উপলক্ষে হাওড়া পুলিশের কাজ থেকে সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা নিয়েছেন।

বিজেপি পুজোয় সরকারি অনুদানের বিরোধী । তারপর কি ভাবে এই ক্লাব টাকা নিলো তা নিয়ে দলে জোর চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে,  বিজেপির পক্ষ থেকেও এই ক্লাব অনুদান পেয়েছে । দলের এত প্রভাবশালী নেতার এই আচরণে বিড়াম্বনায় পড়েছে দল।

আরও পড়ুন-  মহানগরের মহাপুজোয় অর্জুনপুর আমরা সবাই ক্লাব

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সময় ক্লাবগুলিকে অনুদান দেওয়া শুরু করেন। এবছর মুখ্যমন্ত্রী ১ লক্ষ ১০ হাজার টাকা ঘোষণা করার পর থেকেই প্রবল বিরোধিতায় নামে বিজেপি। রাজনৈতিক সমালোচকদের কথায়, মুখেই মারিতং জগত বিজেপির, অপরদিকে হাত পেতে বিজেপি সেই অনুদানের টাকা নিচ্ছে। আর এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন পদ্ম শিবিরের নেতারা। বিজেপি নেতাদের হাবভাব ‘কাজের সময় কাজী, কাজ ফুরোলে পাজি’।

দেখুন আরও খবর-

Read More

Latest News